ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

রাশিয়ার পক্ষে ইউক্রেনে সেনা পাঠাবে বেলারুশ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০১:২০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ইউক্রেনে রাশিয়ার হামলার পঞ্চম দিনে রাশিয়ান সেনাদের সমর্থনে ইউক্রেনে সৈন্য পাঠানোর কথা জানিয়েছে বেলারুশ। শিগগিরই দেশটির সামরিক বাহিনী ইউক্রেনে যুদ্ধে অংশ নিতে পারে বলেও জানানো হয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে। 

একাধিক সূত্রের বরাতে কিয়েভ ইন্ডিপেডেন্ট জানিয়েছে, বেলারুশিয়ান প্যারাট্রুপারদের নামাতে পারে মিনস্ক। রাশিয়ার দীর্ঘদিনের মিত্র প্রতিবেশি বেলারুশ। ইউক্রেনের উত্তর দিকে বেলারুশের সঙ্গে সীমান্ত রয়েছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তাও ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ইউক্রেন সেনাদের সঙ্গে লড়াই করতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বেলারুশ। ওই কর্মকর্তা বলেছেন এটি খুব স্পষ্ট যে চলমান পরিস্থিতিতে মিনস্ক এখন ক্রেমলিনের বড় সহযোগী।

তবে রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লুকাশেঙ্কোর সঙ্গে তার ফোনালাপ হয়েছে। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইউক্রেনে বেলারুশের সেনা পাঠাবেন না তিনি।

এসবি/