ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

রাশিয়ান মদ বিক্রি বন্ধ করল যুক্তরাষ্ট্র ও কানাডা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার | আপডেট: ০৩:২২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ইউক্রেনে আগ্রাসনের পর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এবার দেশটির মদ বিক্রিতেও বিধিনিষেধের খবর পাওয়া গেলো।

রোববার যুক্তরাষ্ট্র ও কানাডা দুই দেশই রাশিয়ান মদ বিক্রি নিষিদ্ধ করেছে। দুই দেশের মদের দোকান ও বারে আর মিলবে না রাশিয়ার মদ। 

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের গভর্নর জানিয়েছেন রাশিয়ান ব্র্যান্ড এবং রাশিয়ায় তৈরি কোনো মদ আর তাদের দেশে বিক্রি করা যাবে না।

অনেক বার মালিকদের রাশিয়ান ভদকা নর্দমায় ফেলে দিতেও দেখা গেছে। 

একই সিদ্ধান্ত নিয়েছে কানাডাও। ইতিমধ্যে অন্টারিওর ৬৭৯টি দোকান থেকে রাশিয়ান মদের বোতল সরিয়ে ফেলা হয়েছে।

২০২১ সালে কানাডা প্রায় ২৯ কোটি টাকার রাশিয়ান মদ আমদানি করে। হুইস্কি, স্ট্যাটসস্কানের পর কানাডার এটি সবচেয়ে জনপ্রিয় পানীয়।

এসবি/