ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

দোহারে শামীম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

দোহার প্রতিনিধি

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার

দোহারের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শামীম হত্যাকান্ডের বিচার ও হত্যায় জড়িত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার বেলা ১১টায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে নয়াবাড়ি এলাকার সর্বস্তরের জনগন। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তুচ্ছ ঘটনার জেরে শামীমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা জরুরি। হত্যার ন্যায্য বিচার না পেলে সমাজে অপরাধ বেড়ে যাবে। এসময় তারা শামীমের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী উপজেলার নুরুল্লাপুর বার্ষিক ওরসের বাঁশ নাচানোকে কেন্দ্র করে কার্তিকপুর এলাকার সোহরারের ছেলে আলীর সাথে কথা কাটাকাটি হয় শামীমের। ঐ ঘটনার জেরে পরের দিন আলী ও রাতুল সহযোগিদের নিয়ে শামীমের উপর হামলা করে। 

এরপর গুরুতর আহত শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যায়। 

ঘটনায় দোহার থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা যায়।

এমএম/