ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

পুতিন পরিবারকে গোপন বাঙ্কারে সরিয়ে ফেলার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৬ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার

ভ্লাদিমির পুতিন

ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে অভিযান শুরু করার আগেই নিজের পরিবারকে সাইবেরিয়ার ‘ভূগর্ভস্থ শহর’-এর ‘বিলাসবহুল’ গোপন বাঙ্কারে সরিয়ে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের পরিবারকে আলতাই পর্বতমালার কাছে কোনও একটি জায়গায় উচ্চপ্রযুক্তি সম্পন্ন বাঙ্কারে রাখা হয়েছে।

সম্প্রতি এমনটাই দাবি করেছেন সে দেশেরই রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ভ্যালেরি সলোভের। তিনি জানিয়েছেন, বিলাসবহুল যে বাঙ্কারে পুতিনের পরিবারকে রাখা হয়েছে, সেটি পরমাণু হামলা থেকে সুরক্ষিত। 

অর্থাৎ যদি কোনও পরমাণু হামলা হয়, তাহলে ওই বাঙ্কারে ক্ষতির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তিনি।

কিন্তু, কেন হঠাৎ রাশিয়ায় বসে পুতিনের এমন গোপন তথ্য জানালেন অধ্যাপক ভ্যালেরি সালোভে? 

জানা যাচ্ছে, রাশিয়ার এই রাষ্ট্রবিজ্ঞানীর ক্ষেত্রে এমনটা নতুন নয়। এর আগেও তিনি পুতিনের শরীরিক ও মানসিক সমস্যা নিয়ে মন্তব্য করেছেন। 

অধ্যাপক ভ্যালেরি সালোভে একবার দাবি করেন, রাশিয়ার জনগণকে না জানিয়েই প্রেসিডেন্ট নিজের চিকিৎসা করাচ্ছেন। 

এমনকি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু-র সঙ্গে বিভিন্ন গোপন আচার-অনুষ্ঠানেও অংশ নিয়েছেন বলে নেটমাধ্যমে এক ভিডিও বার্তায় দাবি করেন ভ্যালেরি। সূত্র- ডেইলি মেইল।

এনএস//