লিবিয়ায় আটক ১১৪ বাংলাদেশি দেশে ফিরলেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৬ পিএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৯ পিএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১১৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আইওএমের সহায়তায় তারা দেশে ফেরেন।
বৃহস্পতিবার সকালে বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছেন। বর্তমানে তারা ট্রানজিট পয়েন্টে অবস্থান করছেন।
আইওএম থেকে প্রত্যেক যাত্রীকে খাবার ও ৪ হাজার ৭৫০ টাকা নগদ প্রদান করা হচ্ছে। তারা লিবিয়া হয়ে ইতালি যাবার চেষ্টা করেছিলেন।
যাত্রীরা ২০২১ সালের বিভিন্ন সময়ে বালাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান, মালয়েশিয়ায় যান। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় যায় তারা। এরপর দালালরা তাদের ত্রিপোলিতে নিয়ে রাখে।
সেখান থেকে বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনীরা এদের আটক করে।
এএইচ/