ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১১:১৯ এএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার

রাশিয়ার বেশ কিছু শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে৷ বিক্ষোভকারীদের দাবি- অবিলম্বে ইউক্রেনের ওপর হামলা বন্ধ করা হোক৷ সেন্ট পিটার্সবার্গের সমাবেশ থেকে বিক্ষোভকারীদের গ্রেপ্তারও করে পুলিশ৷

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, রাশিয়ার অন্য শহরগুলোর মতো সেন্ট পিটার্সবার্গের বিক্ষোভও ছিল শান্তিপূর্ণ৷ বিক্ষোভের এক পর্যায়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে শুরু করে পুলিশ৷ ছবিতে এক বিক্ষোভকারীকে গ্রেপ্তারের মুহূর্ত৷

বিক্ষোভস্থলে সারিবদ্ধভাবে অবস্থান নেয় পুলিশ৷ তাদের উপস্থিতিতেই ইউক্রেনে রাশিয়ার হামলার বিরোধিতা করে স্লোগান দেন বিক্ষোভকারীরা৷

পুতিন সরকারের প্রতি ইউক্রেনে হামলার ইতি টেনে শান্তি স্থাপনের আহ্বান জানান বিক্ষোভকারীরা৷ ছবিতে হাতে আঁকা শান্তির প্রতীক দেখাচ্ছেন এক তরুণী৷

পুলিশ গ্রেপ্তার করায় চিৎকার করে তার প্রতিবাদ জানাচ্ছেন এক বিক্ষোভকারী৷

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর খবর অনুযায়ী, রাশিয়ায় সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে৷ বার্তা সংস্থা এএফপির দাবি, সারা দেশে কয়েক হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন৷ বিক্ষোভ সমাবেশগুলো থেকে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি৷

বিক্ষোভের সময় সেন্ট পিটার্সবার্গের জনজীবন ছিল স্বাভাবিক৷ এক বাসস্টপের কাছে অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ তাদের সামনে বসেই বাসের অপেক্ষায় এক যাত্রী৷

দেশে-বিদেশে বিক্ষোভ সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য নিজের অবস্থানে অনড় রয়েছেন৷ ফলে এক সপ্তাহ ধরে ইউক্রেনের ওপর হামলা চালাচ্ছে রুশ বাহিনী৷ ওপরের ছবিতে সেন্ট পিটার্সবার্গের বিক্ষোভ সমাবেশ থেকে এক বিক্ষোভকারীকে আটক করার দৃশ্য৷

সূত্র: ডয়েচে ভেলে