ঢাকা, রবিবার   ২৩ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৮ ১৪৩২

ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ৬ মার্চ ২০২২ রবিবার

ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে-২০২২ উপলক্ষে মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা এর উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (৬ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শোভাযাত্রা শেষে মেজর শরমিন মমতাজের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা এর ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ড্যান্ট লে: কর্নেল মো: এমদাদুল হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুর রব।

অনুষ্ঠানে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা, চীফ ফিজিশিয়ান জেনারেল, সিএমএইচ ঢাকার অন্যান্য বিভাগীয় প্রধানগণ সহ মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা এর সকল সদস্য উপস্থিত ছিলেন।

এসি