ভাসানচরে যাচ্ছে আরও ২৯৫০ রোহিঙ্গা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২১ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ০৮:২২ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১২তম দফার প্রথম পর্বে আরও ২৯৫০ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে উখিয়া ছেড়েছেন। তাদের সঙ্গে অ্যাম্বুলেন্স, পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনীর গাড়িও রয়েছে।
বুধবার (৯ মার্চ) দুপুরে ২৭টি বাসে করে উখিয়া কলেজ মাঠ থেকে ভাসানচরের উদ্দেশে রওয়ানা হন তারা। এছাড়া বিকেলে দ্বিতীয় দফায় রোহিঙ্গা উখিয়া ছাড়তে প্রস্তুত রয়েছেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. সামছুদ্দৌজা নয়ন জানান, ১২তম দফার প্রথম দিনে দুপুর ও বিকেলে ২৯৫০ জন রোহিঙ্গা উখিয়া ছেড়েছেন। আগের নিয়মে তারা বুধবার রাতে চট্টগ্রাম নৌবাহিনীর জেটিঘাট এলাকায় অবস্থান করবেন। বৃহস্পতিবার দুপুরে তাদের ভাসানচর পৌঁছার কথা রয়েছে।
তিনি আরও জানান, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ১১তম দফায় ১ হাজার ৬৫৪ জন এবং ৩০ জানুয়ারি দশম দফায় ১ হাজার ২৮৮ জন রোহিঙ্গা ভাসানচরে যান।
২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ৯ দফায় ২০ হাজার রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠায়। এছাড়া ২০২০ সালের মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, ভাসানচরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
কেআই//