ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫,   পৌষ ২ ১৪৩২

সংসদের সপ্তদশ অধিবেশন ২৮ মার্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামী ২৮ মার্চ বসবে। ওইদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন বসবে। সংবিধানের বিধান মতে, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। এর আগে গত ২৭ জানুয়ারি শেষ হয় সংসদে ষোড়শ অধিবেশন।

এসি