ঢাকা, সোমবার   ০৩ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ২০ ১৪৩১

গুলিস্তানের ফুলবাড়িয়ায় ঝুঁকি নিয়ে রাস্তা পারপার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার

রাজধানীর ব্যস্ততম জায়গা গুলিস্তানের ফুলবাড়িয়ায় নেই কোনও ফুটওভার ব্রিজ বা আন্ডার পাস। কয়েক লাখ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সড়ক। বেপোরায়া পারাপারের কারণে সড়কে দীর্ঘ হচ্ছে যানজট। সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশও।

সরেজমিনে দেখা যায়, জীবনের ঝুকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারিরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করে একসময় ধৈর্য্য হারান তারা। এতে রাস্তায় গাড়ির গতি যাচ্ছে কমে আর দেখা দিচ্ছে র্দীঘ যানজট। 

এতে ভোগান্তির কথা জানান পথচারির পাশাপাশি ড্রাইভাররাও।

একজন ড্রাইভার বলেন, ‘‘হঠাৎ করে পথচারিরা সামনে দিয়ে দৌড় দেয়, ফলে আমাদের হঠাৎ ব্রেক করতে হয়। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে।’’

অন্যদিকে এক পথচারীর অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করে ধৈর্য্য হারিয়ে পথ পার হন তিনি।

ব্যস্ততম ফুলবাড়িয়া চার রাস্তা মোড়ের নেই কোনও সিগনাল বাতি। যেযার মতো পার হচ্ছে রাস্তা, নেই জীবনের মায়া। তবে পথচারীরা বলছেন, ফুটওভার ব্রিজ কিংবা আন্ডার পাস হলে কমবে আইন ভাঙ্গার প্রবণতা।

তাদের একজন বলেন, ‘‘যদি একটা ফুটওভার ব্রিজ বা আন্ডার পাস হয়, তাহলে জ্যাম নিরসনের পাশাপাশি মানুষের জীবনের ঝূঁকিও কমবে।’’

অন্য একজন বলেন, ‘‘সরকারের উচিৎ এখানে ফুটওভার ব্রিজ বা আন্ডার পাস তৈরি করার পাশাপাশি সবাইকে আইন মানতে বাধ্য করা।’’

পথচারীদের ঝুকি নিয়ে সড়ক পারাপার ঠেকাতে অনেকটা একাই যুদ্ধ করেন ট্রফিক পুলিশ। কিন্তু কে শোনে কার কথা। একদিকের পথচারীদের নিয়ন্ত্রণে চেষ্টা করা গেলেও, অন্যদিকে থাকে পথচারীদের বেপোরোয়া চলাচল। 

দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট জানান, ‘‘মানুষের ভিড়টা অনেক বেশি, যা আমাদের জন্য অনেক যন্ত্রণাদায়ক। মানুষের পারাপারের জন্য প্রতিবারই তাদের বুঝাতে হয় বা আমাদের আয়ত্বে নিতে হয়।’’

সড়কে দ্রুত শৃঙ্খলা ফেরানো না গেলো প্রাণহানির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এমএম/