লুটের টাকা দান করতে গিয়ে ধরা!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৩ মার্চ ২০২২ রবিবার

কোটি টাকা লুট করে লক্ষ টাকা মন্দিরে দান করতে গিয়েছিল দুষ্কৃতীকারীরা। আর তাতেই পুলিশের হাতে ধরা পড়ল প্রত্যেকে।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। দিল্লি পুলিশ জানিয়েছে, মার্চ মাসের ৩ তারিখে দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাই করে দুষ্কৃতীকারীরা। বন্দুক তাক করে ব্যবসায়ী এবং তার কর্মীদের মূল্যবান সামগ্রীও ছিনিয়ে নেয় তারা।
ঘটনার প্রায় এক সপ্তাহ পরে দিল্লির খাটুশ্যাম মন্দিরে এক লক্ষ টাকা দান করতে যায় ওই ডাকাত দলের সদস্যরা। আর এমন সময়ই মন্দিরের বাইরে থাকা সিসিটিভি ফুটেজে তাদের শনাক্ত করা হয়।
অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করে দিল্লি পুলিশ। তদন্তকারী অফিসারদের খুব বেশি বেগ পেতে হয়নি। ট্রান্স-যমুনা এলাকার কাছেই ডাকাতদের ডেরার সন্ধান পাওয়া যায়। সেখান নেই মালামালসহ ডাকাত সদস্যদের প্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাই হওয়া এক কোটি টাকার পুরোটাই পাওয়া গেছে। পাশাপাশি ব্যবসায়ী এবং কর্মীদের সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তের পর জানা গেছে, পরিকল্পনা করেই এই ডাকাতি করা হয়েছিল। ডাকাত দলের সঙ্গে ছিল ব্যবসায়ীর এক পুরনো কর্মচারী। তার সঙ্গে আলোচনা করেই ছক কষে দুষ্কৃতীরা।
কিন্তু মন্দিরে দান ধর্ম করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়ে গেলেন সকলে। এভাবে যে ছিনতাই হওয়া টাকা ফেরত পেয়ে যাবেন, তা ভাবতে পারেননি ব্যবসায়ীও।
সূত্র: সংবাদ প্রতিদিন
এসবি/