ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

জাবি থিয়েটারের নতুন কমিটি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ১৩ মার্চ ২০২২ রবিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) নতুন কমিটি গঠিত হয়েছে। রোববার (১৩ মার্চ) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহসানকে সভাপতি,দর্শন বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী হুমায়ন ইবনে জামানকে সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ফাতেমা নাজনীন শায়লাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, অর্থ সম্পাদক: ঐশিক সামী আহমেদ (৪৭ ব্যাচ), দপ্তর সম্পাদক : সুমাইয়া জাহান ( ৪৭ ব্যাচ), প্রচার সম্পাদক : চন্দন সমাদ্দার সোম (৪৭ ব্যাচ), প্রযোজনা সম্পাদক : উৎপল মন্ডল (৪৭ব্যাচ), প্রকাশনা সম্পাদক : রায়হান বাবু বর্ষণ (৪৭ব্যাচ), পাঠাগার সম্পাদক: মুক্তারুল ইসলাম অর্ক ( ৪৭)। 

কার্যকরী সদস্য- ফারিহা মাহিন আলম রিয়ানা (৪৭ ব্যাচ), জায়েদ হোসেন আলিফ (৪৮ ব্যাচ), হাসিব আদনান (৪৮ ব্যাচ), এম এস কে শিমুল (৪৮ ব্যাচ), কাজী সাদিয়া আক্তার বিথী (৪৮ব্যাচ)।

সাধারণ সদস্য হিসেবে সাইফুল ইসলাম শামীম (৪৬ ব্যাচ), প্রিয়া সাহা (৪৮ ব্যাচ), জনি (৪৯ ব্যাচ ), ফিরোজ (৪৯ ব্যাচ), শান্ত (৪৯ ব্যাচ), নৈতিক (৪৯ ব্যাচ), মীম (৫০ ব্যাচ) , সামিউল (৫০ ব্যাচ), মাহমুদ (৫০ ব্যাচ)  

প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান মনিরকে প্রধান উপদেষ্টা, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা পারভীন জলিকে উপদেষ্টা এবং ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী শৌমিক বাগচী ও তাসনিয়া তাহসিন আরশীকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। 
কেআই//