ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

মার্কিন নিষেধাজ্ঞায় ১১ রুশ প্রতিরক্ষা কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২ পিএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার

রুশ উপ প্রতিরক্ষা মন্ত্রী সহ রুশ বাহিনী ও সামরিক-শিল্প কমপ্লেক্সের ১১ জন উচ্চ-পদস্থ প্রতিনিধির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার রুশ ন্যাশনাল গার্ডের প্রধান ভিক্টর জোলোটভ, সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত রুশ ফেডারেল সার্ভিসের প্রধান দিমিত্রি শুগায়েভ, রোসোবোরোন এক্সপোর্টের সিইও আলেকজান্ডার মিখেয়েভ ও আটজন রুশ উপ প্রতিরক্ষা মন্ত্রীর ওপর এ নিষেধাজ্ঞা দেয়।

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, "বিশ্ব আতঙ্কের মধ্যে দেখছে যে, রাশিয়া ইউক্রেনে পূর্বপরিকল্পিভাবে, বিনা উস্কানিতে ও অন্যায় হামলা চালিয়েছে। ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানোর প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দফতর রাশিয়ার প্রতিরক্ষা প্রধানদের প্রতি কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে। খবর বার্তা সংস্থা তাসের।

বিবৃতিতে বলা হয়, ১১ ব্যক্তির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী আলেক্সি ক্রিভোরুচকো, তৈমুর ইভানভ, ইউনুস-বেক ইভকুরভ, দিমিত্রি বুলগাকভ, ইউরি সাদোভেনকো, নিকোলে পানকভ, রুসলান সালিকভ ও গেনাডি ঝিদকোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্তির অর্থ হল মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত সম্পদ জব্দ করা এবং তালিকায় থাকা ব্যক্তিদের সাথে ব্যবসা করার জন্য মার্কিন নাগরিক বা সংস্থাগুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি এক টেলিভিশন ভাষণে বলেন, তিনি গত আট বছর ধরে কিয়েভের দুঃশাসনে ক্ষতিগ্রস্থ ও গণহত্যার শিকার ডনবাস প্রজাতন্ত্রের প্রধানদের অনুরোধে তাদের সুরক্ষার জন্য একটি বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। রুশ নেতা আরো বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড দখল করার কোনো পরিকল্পনা মস্কোর নেই।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সৈন্যরা ইউক্রেনের নগরীগুলোকে লক্ষ্যবস্তু করছে না। ইউক্রেনের সামরিক অবকাঠামোকে অক্ষম করার মধ্যে অভিযান সীমাবদ্ধ থাকবে।

এসি