ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

ইউরোপার কোয়াটার নিশ্চিত করল বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার

পেদ্রি গঞ্জালেজের গোল উদযাপন

পেদ্রি গঞ্জালেজের গোল উদযাপন

উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে গ্যালাতাসারাইকে ২-১ গোলে হারিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করল স্প্যানিশ জান্যান্ট বার্সেলোনা।

যদিও ইস্তাম্বুলের গ্যালারি ভর্তি দর্শকদের সামনে দারুণ শুরু করে গ্যালাতাসারাই। ম্যাচের ২৮ মিনিটে টেক্সেইরার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর পর অবশ্য সেই ছন্দ ধরে রাখতে পারেনি তারা। 

খেলার ৩৭ মিনিটে পেদ্রি গঞ্জালেজের অসাধারণ গোলে সমতায় ফেরে বার্সেলোনা। আর ৪৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন গ্যাবন স্ট্রাইকার পেরি এমারিক আবামেয়াং। আর এতেই প্রথমবারের মত ইউরোপা লিগ জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল জাভি হার্নান্দেজের দল।

এনএস//