ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

সংবাদমাধ্যমের ওপর আরো নিষেধাজ্ঞা তালেবানের

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৯:০২ এএম, ২০ মার্চ ২০২২ রবিবার

সম্প্রতি তালেবান সরকার আফগানিস্তানের বেশ জনপ্রিয় কয়েকটি টিভি ও রেডিও চ্যানেলের প্রচারিত কিছু অনুষ্ঠানের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

বৃহস্পতিবার একটি মিডিয়া গ্রুপ জানিয়েছে যে, তালেবান কর্তৃপক্ষ টেলিভিশনে সিরিজ নাটক দেখানো বন্ধ করার নির্দেশ দিয়েছে।

টোলো টিভি ও লেমার টিভি চ্যানেলের মালিক মোবি গ্রুপ জানিয়েছে, তারা তালেবানের গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই আদেশ পেয়েছে। 

আদেশ জারি বিষয়ে তালেবান সরকারের মন্ত্রালয় থেকে জানিয়েছে যে, ঐ আদেশ ইসলামের গুণাগুণ প্রচার ও অপকর্ম প্রতিরোধের জন্য করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত থেকেই মোবি গ্রুপ এই আদেশ পালন করছে এবং "অস্থায়ীভাবে" বিদেশী নাটকের ধারাবাহিক সম্প্রচার বন্ধ করেছে।

তা ছাড়া টোলো নিউজের একজন সাবেক সংবাদদাতা জানিয়েছেন, ধারাবাহিক নাটকের ওপর তালেবানের নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর তালেবান কর্তৃপক্ষ চ্যানেলটির পরিচালকসহ টোলো নিউজের তিন কর্মীকে আটক করেছে।

অনেক আফগান পরিবারই টেলিভিশনে সিরিজ নাটক দেখেন, যার বেশিরভাগই তুর্কি এবং ভারতীয় নাটক।

তালেবানের ইসলামিক আমিরাত রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে নারী সাংবাদিক ও উপস্থাপকদের উপস্থিতি ও তাদের কণ্ঠস্বর প্রচার নিষিদ্ধ করেছে সাথে বেসরকারি টিভি চ্যানেলগুলোতে বেশিরভাগ বিনোদনমূলক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে। তালেবান সরকারের মতে এ ধরনের অনুষ্ঠানগুলোকে ইসলাম সম্মত নয় এবং তা নৈতিকভাবে অনুপযুক্ত বলে অভিহিত করেছে।

মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে যে আফগানিস্তানব্যাপী তালিবান বন্দুকধারীদের হাতে আফগান সাংবাদিকরা আটক হচ্ছেন এবং তাদের নির্যাতনও করা হচ্ছে।

সুত্রঃ ভয়েস অফ আমেরিকা
আরএমএ