ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ০৫:১৬ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার

সেঞ্চুরিয়ানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। সিরিজে ১-১ সমতায় আজ যে দল জিতবে তারাই ট্রফি নিয়ে ফিরবে।

এমন একটি মুহুর্তে টস হেরে বোলিং-এ বাংলাদেশ। টস জেতার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেছেন বাঁহাতি পেসার ওয়েইন পার্নেল। তার জায়গায় সিরিজে প্রথমবার সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার ডোয়াইন প্রিটোরিয়াস।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা।

টানা ছয় ওয়ানডেতে একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী।

এসি