বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের আহ্বান বিশিষ্টজনদের (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০০ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ১০:০২ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের আয়োজনে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে জাতির পিতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।
সেমিনারে তারা বলেন, বঙ্গবন্ধু ধর্মকে রাজনীতি থেকে আলাদা করেছিলেন। জাতির পিতার দেখানো পথে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সেমিনারে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন; দেশের জন্য ত্যাগ ও আদর্শ তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়।
উপস্থাপনায় তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধু ব্যক্তিজীবনে ছিলেন ধর্মপ্রাণ, কিন্তু এখনকার মত লোক দেখানো ধর্মপালনে তিনি বিশ্বাস করতেন না। সাম্প্রদায়িক দাঙ্গাকারীদের সাহসের সঙ্গে মোকাবেলা করা মত কঠিন কাজটি কয়জন নেতা করেন? মুখে বলা সহজ কিন্তু কাজে করে দেখানো অনেক কঠিন। বঙ্গবন্ধু যা বিশ্বাস করতেন তার জীবনাচারণে আমরা দেখতে পেয়েছি।’’
আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধু সামাজিক বৈষম্য দূর করার পাশাপাশি সম্প্রীতিকে সবার উপরে স্থান দিয়েছিলেন ।
তিনি আরও বলেন, ‘‘সব ধর্ম-মত একজায়গায় সহাবস্থান করে, এই সম্প্রীতিটাই বঙ্গবন্ধু প্রত্যাশা করেছিলেন। এজন্যই বঙ্গবন্ধুর সম্প্রীতি দর্শনের মৌলিক বিষয় হলো সবাই থাকবে।’’
ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়- বঙ্গবন্ধুর এই চিন্তা থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণা পাওয়া যায়। তবে এখনো ধর্মকে পুজি করে অপরাজনীতি হচ্ছে বলে মন্তব্য অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান।
তিনি বলেন, ‘‘সমস্ত নাগরীকের অধিকার এবং সুযোগ ভোগ করার শর্ত থাকা চাই বলে বঙ্গবন্ধু সংবিধান বক্তৃতায় বলেছিলেন। সেই বাংলাদেশে দাঁড়িয়ে যখন আমাদের আবার সাম্প্রদায়িক দাঙ্গা দেখতে হয়, তখন কিন্তু সত্যিই আমরা বেদনাহত হই একারণে যে, বঙ্গবন্ধুতো এমন বাংলাদেশ চান নি।’’
বক্তারা বলেন, সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা ধরে রাখতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলার বিকল্প নেই।
এমএম/