ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

গাজীপুরে পৃথক অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার

গাজীপুরের গাছা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি ও বিদেশি পিস্তলসহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি এবং গাছা বসুরা এলাকার স্বপ্নকানন সুপার মার্কেটের সামনে থেকে বিদেশি পিস্তলসহ আন্তঃজলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ ৭ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোবাইল উদ্ধার করা হয়।
কেআই//