ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০ এএম, ২৬ মার্চ ২০২২ শনিবার | আপডেট: ১১:২১ এএম, ২৬ মার্চ ২০২২ শনিবার

অনেক দিন ধরেই বড় পর্দায় নেই একুশে পদক প্রাপ্ত ও নবনির্বাচিত শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। অভিনয়ের থেকে সাংগঠনিক কাজেই ব্যস্ত থাকছেন তিনি। তবে মাঝে মধ্যে গুণী এ অভিনেতা দর্শকদের সামনে চমক নিয়ে হাজির হন। তারই ধারাবাহিকতায় নতুন রূপে হাজির হলেন অভিনেতা। স্বাধীনতা দিবসের ‘অন্যরকম’ ম্যাগাজিন অনুষ্ঠানে হযরত ওমরের চরিত্রে দেখা গেল তাকে। যেখানে ন্যায়বিচারের প্রতীকী চরিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেতা।

এইচ এম বরকতুল্লাহ’র পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিনোদনমূলক এ ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রতি মাসের শেষ শুক্রবার প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দায়। ইলিয়াস কাঞ্চনের ধারণকৃত পর্বটি প্রচার হয়েছে ২৫ মার্চ শুক্রবার। 

ম্যাগাজিন অনুষ্ঠানটি সাজানো হয়েছে সমাজ সচেতনতামূলক নাট্যাংশ, অন্যরকম চাঁদাবাজ, অন্যরকম মামা-ভাগ্নে, শালা-দুলাভাই পর্ব দিয়ে। এখানে শয়তানের ভূমিকায় থাকছেন আবদুল আজীজ।

অনুষ্ঠানের সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে আরও অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, জিল্লুর, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই।

আরএমএ/ এসএ/