ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

রোজিনার স্থলাভিষিক্ত হলেন রিয়াজ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১০:৪১ এএম, ২৭ মার্চ ২০২২ রবিবার

সদ্য অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন যেনো বারবার বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। এবারের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রী রোজিনার সদস্য পদ থেকে স্বইচ্ছায় পদত্যাগ। সেই শূন্য পদে জনপ্রিয় নায়ক রিয়াজকে মনোনীত করেছে শিল্পী সমিতির কার্যকরী পরিষদ।

গত শিল্পী সমিতির নির্বাচনে ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হন রোজিনা। তবে সময় দিতে পারবেন না জানিয়ে তিনি পদত্যাগের আবেদন করেছিলেন ১০ ফেব্রুয়ারি।

জানা যায় সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে মেইলে পদত্যাগের আবেদনপত্র পাঠিয়েছিলেন রোজিনা।

আর সেই আবেদনই গত শনিবারের সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে গ্রহণ করেছেন সভাপতি। আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি দেয়া হয় এই অভিনেত্রীকে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি রোজিনার স্থলাভিষিক্ত করেছেন নায়ক রিয়াজকে। কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নেওয়া হয়েছে তাকে। আর এই সিন্ধান্ত ২৬ মার্চ শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে নেয়া হয়েছে বলে জানা যায়। 

আগামী ৬ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে রিয়াজের শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

আরএমএ