ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার | আপডেট: ০৩:৪০ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার

রাজধানীর সদরঘাট টার্মিনালে নোঙর করা অ্যাডভেঞ্চার-৯ নামে একটি লঞ্চে আগুন লেগে পুড়ে গেছে একাংশ।  

রোববার বেলা ১০টা ৫৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার। পরে ঘটনাস্থলে পৌঁছায় আরও দুটি ইউনিট।  

ঢাকা-বরিশালের রুটের এই লঞ্চটিতে কোনো যাত্রী ছিলো না বলে জানা গেছে। যেকারণে এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

অগ্নি নির্বাপক বাহিনীর সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

লঞ্চটির দোতলার ভিআইপি কেবিনে এসি মেরামতের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত আগুন লঞ্চের পেছনের অংশে ছড়িয়ে যায়।

পন্টুনে থাকা অন্য লঞ্চগুলো তখন সরিয়ে নেওয়া হয়। আগুনে লঞ্চের তৃতীয় তলা অনেকটা এবং ছাদের দুটি কক্ষ পুড়ে গেছে।

এসবি/