ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

বাংলাদেশের ওড়াকান্দি সফরের কথা স্মরণ করলেন মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৮:৩২ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার

মতুয়া ধর্ম মহামেলা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। মেলার প্রারম্ভে বাংলাদেশের ওড়াকান্দি ঠাকুরবাড়িতে তার সফরের কথা স্মরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, গতকাল সোমবার এক টুইট বার্তায় মোদি বলেন, '২০১৯ সালের ফেব্রুয়ারিতে আমার ঠাকুরনগর দেখার সুযোগ হয়েছিল। এটি এমন একটি সফর যা আমি কখনই ভুলব না। বড়ো মা বিনাপানি ঠাকুরের আশীর্বাদ পাওয়া খুবই বিশেষ ছিল। মার্চ মাসে বাংলাদেশের ওড়াকান্দি ঠাকুরবাড়িতে থাকাটা বিশেষ ছিলো।'

প্রসঙ্গত, হরিচাঁদ ঠাকুরের ২১১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের গাইঘাটার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ির ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন ও ভাষণ দিবেন মোদি।

উল্লেখ্য, হরিচাঁদ ঠাকুর স্বাধীনতা-পূর্ব সময়ে অবিভক্ত বাংলার নিপীড়িত ও বঞ্চিত মানুষের উন্নতির লক্ষ্যে তার জীবন উৎসর্গ করেছিলেন। ১৮৬০ সালে ওড়াকান্দিতে (বর্তমানে বাংলাদেশে) তার দ্বারা শুরু হওয়া সামাজিক ও ধর্মীয় আন্দোলনের সূত্রপাত ঘটে এবং মতুয়া ধর্ম গঠনের দিকে পরিচালিত করে।

এসি