ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

যুদ্ধের মধ্যেই চীন সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার

ইউক্রেনে যুদ্ধের মধ্যেই চীন সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে এটিই তার প্রথম সফর। আফগানিস্তানকে সাহায্য করার উপায় নিয়ে আলোচনা করতে চীন কর্তৃক আয়োজিত একাধিক বৈঠকে অংশ নিতে এই সফরে গেছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বেইজিংয়ের রাশিয়ান দূতাবাসের ওয়েইবো অ্যাকাউন্টে ল্যাভরভের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ল্যাভরভ চীনের পূর্বাঞ্চলীয় শহর হুয়াংশানে অবতরণ করেছেন।

দূতাবাসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে বিমান থেকে নেমে আসা রুশ প্রতিনিধি দলের সদস্যদের দেখা গেছে।

চীনের তরফে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দেশের প্রতিনিধিত্ব করবেন। কাতার ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা অতিথি হিসেবে অংশ নেবেন বৈঠকে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আফগানিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা বৈঠকে অংশ নেবেন ল্যাভরভ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েং উইনবিন মঙ্গলবার (২৯ মার্চ) তার নিয়মিত ব্রিফিংয়ে জানান, ট্রোইকা বৈঠক, বিশেষ করে আফগানিস্তান ইস্যুতে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তানসহ সবকটি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চীন এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। দেশটি কাবুলে দূতাবাস খোলা রেখেছে এবং মেয়েদের শিক্ষা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন সীমিত করাসহ তালেবানের বিভিন্ন পদক্ষেপের বিষয়েও মন্তব্য করেনি।

এই বৈঠকের আয়োজন করা হয়েছে টুনশিতে। এটি আনহুই প্রদেশের একটি প্রাচীন শহর। চীনের কয়েকটি শহরে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় একটি নিরিবিলি পরিবেশ বেছে নেওয়া হয়েছে বৈঠকের জন্য।


চীনের সামাজিক মাধ্যম উইবোতে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, বেইজিংয়ে রাশিয়ার দূতাবাসের তরফে নিশ্চিত করা হয়েছে যে বুধবার দেশটির পূর্বাঞ্চলের হুয়াংশান শহরে পৌঁছেছেন ল্যাভরভ।

তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রী আলাদা বৈঠক করবেন কি না তা স্পষ্ট করা হয়নি।

সম্প্রতি রাশিয়া আর চীনের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইউক্রেনে হামলার বিষয়টি চীন আগে থেকেই জানতো এমন অভিযোগ উঠলেও তা প্রত্যাখ্যান করছে বেইজিং।

এসবি/