ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   চৈত্র ৩১ ১৪৩১

আমেরিকায় গুজরাটি শিল্পীর অনুষ্ঠানে ডলার-বৃষ্টি

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার

ইউক্রেনের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে অর্থসংগ্রহ শুরু করেছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন। ওষুধ, খাবার, অর্থ দিয়ে সাহায্য করছেন বহু তারকা থেকে সাধারণ মানুষ। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিপন্নদের পাশা দাঁড়ালেন আমেরিকা প্রবাসী ভারতীয়রা। কোটি টাকা দান করলেন তারা।

গেল রোববার আমেরিকা প্রবাসী গুজরাটিরা একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করেন আটলান্টা শহরে। সেখানে বিপুল সংখ্যক শ্রোতার সামনে সংগীত পরিবেশন করেন গুজরাটি লোকসংগীত শিল্পী গীতাবেন রাবারি।

গীতার এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অসহায়দের আর্থিক সাহায্য করা। এদিন সেই সৎ ডাকে সাড়া দিয়ে কার্যত ডলার ওড়ালেন আমেরিকার বাসিন্দা বিত্তবান গুজরাটিরা। গীতার অনুষ্ঠান থেকে উঠল মোট ২ কোটি ২৩ লক্ষ টাকা। সবটাই কাজে লাগবে ইউক্রেনের মানুষের পাশে দাঁড়াতে।

ইনস্টাগ্রামে অনুষ্ঠানের ফটো ও একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন শিল্পী গীতাবেন। সেখানে দেখা গেছে ইউক্রেনের মানুষের জন্য ডলারবৃষ্টি করছেন আটলান্টার প্রবাসী ভারতীয়রা।

তারা অনুষ্ঠানে গীতাবেনের গানের আনন্দও নেন। পরে কোনও কারণে ওই ভিডিওটিকে নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেন শিল্পী।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/