ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৮, নিখোঁজ ১৩

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৯:০৪ এএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার

ভারি বৃষ্টিপাতে ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যজুড়ে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন অন্তত ১৩ জন।

শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড় আঘাত হানে। একাধিক এলাকায় ভূমিধসের ঘটনায় প্রাণহানি হয়েছে। এরমধ্যে পর্যটন শহর পারাটিতে ভূমিধসে পাঁচ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের

দেশটির কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেছেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরও দুজনের। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আরেক পর্যটন শহর আংরা দে রেইসে ভূমিধসে চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে মেসকুতা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি (৩৮) মারা গেছেন।

গত দু দিন ধরে রিও ডি জেনিরো রাজ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার রাতে প্রচণ্ড ঝড়ের কারণে জলোচ্ছ্বাস দেখা দেয়। এতে শহরের অনেক রাস্তা তলিয়ে তীব্র স্রোতে অনেকের গাড়ি ভেসে যায়।

পাহাড়ি এলাকায় ভূমিধসে সেখানকার দরিদ্র অধিবাসীরা প্রতিবছর এ ধরনের দুর্ঘটনার শিকার হন।

এসবি/