ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

‘বৃষ্টিহীন তবে আকাশ থাকবে মেঘলা’

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১১:৪৩ এএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার | আপডেট: ০১:৫৯ পিএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার

সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। 

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ময়মনসিংহের নেত্রকোণায় ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। 

রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 

ঢাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিকভাবে মেঘলা থাকতে পারে। রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। পরদিন সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে। 

এসবি/