বেগমগঞ্জ ফেনসিডিল ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৭ পিএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতের নাম সালাউদ্দিন (৫০)। এসময় তার কাছ থেকে ১০২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১ লাখ ৮০ হাজার ২শ টাকা জব্দ করা হয়।
রোববার সন্ধ্যায় পৌরসভার করিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালা উদ্দিন ওই এলাকার ওমর আলী মিয়ার ছেলে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক বিপ্লব কুমার মোদক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা অধিদপ্তরের ইন্সপেক্টর (পরিদর্শক) নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মাদক সম্রাট সালা উদ্দিনের বসতঘর থেকে ১০২ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল এবং মাদক বিক্রির ১ লাখ ৮০ হাজার ২শ' টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার সালাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।
কেআই//