ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

গ্লোবাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮ পিএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার

গ্লোবাল ইসলামী ব্যাংক মতিঝিল শাখা ৪ এপ্রিল হতে নতুন ঠিকানা ‘সেন্ট্রাল ইন্স্যুরেন্স ভবন’, ৭-৮ মতিঝিল, ঢাকায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। পূর্বে এই শাখার কার্যক্রম ‘মডার্ন ম্যানশন’,মতিঝিল হতে পরিচালিত হতো।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. গোলাম সারওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অত্যাধুনিক প্রযুক্তি ও বিস্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী তাঁর স্বকীয়তা বজায় রেখে সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
কেআই//