ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বার্লিনে ৪০ রুশ দূতাবাস কর্মীকে বহিস্কারের সিদ্ধান্ত জার্মানির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্লিনে রাশিয়ান দূতাবাসের “উল্লেখযোগ্য সংখ্যক’ কর্মী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। 

ফোকাস অনলাইন পোর্টালে বলা হয়, ৪০ জন দূতাবাস কর্মীর ব্যাপারে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। 

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফেডারেল সরকার রুশ দূতাবাসে কর্মরত অনেক কর্মচারী আমাদের স্বাধীনতার বিরুদ্ধে এবং দিনের পর দিন সমাজের একত্রীকরণের বিরুদ্ধে কাজ করায় তাদের ‘অগ্রহনযোগ্য’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ান রাষ্ট্রদূতকে এ বিষয় অবহিত করা হয়েছে।

এতে বলা হয়, আমরা রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা আরো কঠোর করবো, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা বৃদ্ধি করবো এবং ন্যাটোর পূর্বাঞ্চলকে শক্তিশালী করবো।

দ্য বিল্ড পত্রিকা জানায়, রাশিয়ান গোয়েন্দা সংস্থায় কাজ করছেন এমন ১০০ জনকে বহিষ্কার করা হতে পারে। বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশ থেকে একই বিবৃতি এসেছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় বেলজিয়াম ২১ জন, নেদারল্যান্ড ১৭ জন এবং আয়্যারল্যান্ড ২৯ মার্চ ৪ জন রাশিয়ান কূটনীতিক বহিস্কার করেছে। লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রও রুশ কূটনীতিকদের তাদের দেশ ছাড়তে বলেছে।
এসএ/