ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

রাশিয়ার নিকৃষ্টতম নৃশংসতা এখনও অপ্রকাশ্য: জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৫:০১ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ভলোদিমির জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তার দেশের উত্তরাঞ্চলে রুশ সৈন্যরা যে নিকৃষ্টতম নৃশংসতা ঘটিয়েছে, তা এখনও খুঁজে পাওয়া যায়নি। তার আশঙ্কা, বোরোদিয়াঙ্কা শহরটি হয়তো অন্যদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, বুচার মতো শহরের রাস্তায় লাশের ভয়াবহ চিত্র বিশ্বব্যাপী শোক ও নিন্দার জন্ম দিয়েছে।

তবে রাশিয়া বেসামরিক নাগরিকদের হত্যার কথা অস্বীকার করেছে এবং প্রমাণ ছাড়াই বলেছে যে, এসব ইউক্রেনের সাজানো নাটক।

এদিকে, কিয়েভের আশেপাশের এলাকায় ৪১০ জন বেসামরিক ব্যক্তির মৃতদেহ খুঁজে পাওয়ার পর যুদ্ধাপরাধের তদন্ত শুরু করে ইউক্রেনীয় সরকার।

কিছু গণকবর খুঁজে পাওয়া যায়, যেখানে কারো কারো হাত বাঁধা ছিল এবং দৃশ্যত খুব কাছ থেকে গুলি করা হয়েছিল।

কিয়েভের কর্মকর্তারা রাশিয়ান বাহিনীকে ওই এলাকায় ইউক্রেনীয় সৈন্যদের সহায়তা করার জন্য মতিজিন গ্রামে গ্রামের প্রধান, তার স্বামী এবং তার ছেলেকে হত্যা করার অভিযোগও করেছেন।

উত্তরাঞ্চলীয় অপর এক অঞ্চল সুমির কনোটপ শহরে অন্তত তিনটি দৃশ্যত নির্যাতিত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।

এদিকে, বুচা শহরের ছবিগুলো দেখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার করার জন্য আহ্বান জানিয়েছেন। সূত্র- বিবিসি।

এনএস//