ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ইনসুলিন নিলে রোজা ভাঙবেনা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার

আমাদের সমাজে প্রচলিত অনেক বিষয় আছে যেগুলোতে মনে করা হয় রোজা ভেঙে যায়। কিন্তু আসলে সেসব কারণে রোজা ভাঙেনা। কী কী বিষয়ে রোজা ভাঙেনা, চলুন জেনে নিই।

যেমন, ইঞ্জেকশন কিংবা ইনসুলিন নিলে রোজা ভেঙে যাবেনা। এমনকি স্বপ্নদোষেও রোজা ভাঙেনা। আমরা অনেকে মনে করি শরীরের কোথাও কেটে গেলে রক্ত বের হলেই রোজা ভেঙে গেছে কিন্তু আসলে তা ঠিক নয়। এছাড়া বমি হলেও রোজা ভেঙে যায় না। 

এছাড়া অনেক সময় রোজা রেখে ভুর করে খাবার বা পানি খেয়ে ফেললেও রোজা ভেঙে যাবেনা। তবে এক্ষত্রে মনে আসার সাথে সাথেই খাবার বা পানি পান থেকে বিরত থাকতে হবে। 

এসবি/