ঢাকা, মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৩ ১৪৩২

মিরপুরের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার

মিরপুরের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৬ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার খালেদা আক্তার বলেন, বিকেল ৫টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্তের পরই কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

মিরপুর-১ নম্বরের একটি আবাসিক ভবনে চার ও পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫টা ১২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। 

আরকে//