জুম বাংলা যুগপূর্তি সম্মাননা পেলেন ডা. স্বপ্নীল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় জুম বাংলা যুগপূর্তি সম্মাননা-২০২২ এ সম্মানিত হয়েছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যানও ছিলেন তিনি।
বুধবার (৬ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদসহ প্রমুখ।
সম্মাননা প্রসঙ্গে ডা. স্বপ্নীল বলেন, “চিকিৎসাসেবায় অবদানের জন্য আমাকে জুমবাংলা যুগপূর্তি সম্মাননায় সম্মানিত করায় কর্তৃপক্ষকে অজস্র ধন্যবাদ।”
এছাড়াও ডা. মাহতাব চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণায় অসংখ্য পুরস্কার পেয়েছেন। এর অন্যতম হলো, এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার, জাপান সোসাইটি অব হেপাটোলজি, ইউরো-এশিয়ান গ্যাস্ট্রো-অ্যান্টারোলজিক্যাল অ্যাসোসিয়েশন ও এশিয়া প্যাসিফিক প্রাইমারি লিভার ক্যান্সার এক্সপার্ট অ্যাসোসিয়েশন প্রদত্ত পুরস্কার।
মামুন আল মাহতাব ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এমবিবিএস এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে গ্যাস্ট্রো-অ্যান্টারোলজিতে এমএসসি পাশ করেন। পরে, ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকেই হেপাটোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেন। লিভার বিষয়ক বেশ কয়েকটি টেক্সট বই সম্পাদনা করেছেন ডা. মাহতাব। ‘লিভার’ প্রকাশ করেছে এলসেভিয়ের; ‘টেক্সট বুক অব হেপাটাইটিস বি’ ও ‘টেক্সট বুক অব হেপাটো-গ্যাস্ট্রো অ্যান্টারোলজি’এর প্রকাশক জেপি, ইন্ডিয়া এবং ‘ফ্যাটি লিভার ডিজিজ’ ও ‘হেপাটাইটিস ম্যানেজমেন্ট আপডেট’ বই দুটি প্রকাশিত হয়েছে ম্যাকমিলানের ব্যানারে। বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালেও তার শতাধিক প্রকাশনা রয়েছে।
আরএমএ/