ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

সুনামগঞ্জের হাওর এলাকায় জেলা প্রশাসকের সতর্কবার্তা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:১০ এএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার

সুনামগঞ্জ হাওর এলাকার জন্য সতর্কবার্তা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক। প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় বাঁধ ও ফসল রক্ষায় সবাইকে অনুরোধ জানান হয়েছে।

রোববার জরুরি বিজ্ঞপ্তি জারি করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং অন্যান্য বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের পূর্বাভাসে ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল, তদসংলগ্ন ভারতের আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। 

ফলে সুরমা, কুশিয়ারা, যাদুকাটার কয়েকটি পয়েন্টের পানি বিপদসীমানা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় সকলকে যত দ্রুত সম্ভব ধান কেটে ফেলার জন্য অনুরোধ করা হলো। 

কোথাও যদি ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দেয় অথবা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় তা যত দ্রুত সম্ভব স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

বিষয়টি অতীব জরুরি। হাওরের ফসল রক্ষার দায়িত্ব আমাদের সবার, আসুন আমরা সবাই মিলে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় একযোগে কাজ করি।

এএইচ/