ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 'মদ্যপ' অবস্থায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহাগ মিয়া (৩০)। সোমবার সকালে উপজেলার বড় বাজার এলাকার রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত সোহাগ উপজেলার কালিকাপুর গ্রামের মোস্তফা মিয়ার পালক ছেলে। আখাউড়ায় রেলওয়ে পুলিশ সকালে তার লাশ উদ্ধার করে। 

আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল খান জানান, সকালে দিকে মদ্যপ অবস্থায় রেললাইন পার হওয়ার সময় কন্টেইনার ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক। এতে তার হাত, পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।
কেআই//