ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫,   মাঘ ৮ ১৪৩১

টাঙ্গাইলে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে গোবিন্দ চন্দ্র আর্য্য নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার সকালে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে রেল লাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়। গোবিন্দ সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরেননি।
 
পারিবারিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় বাড়িতে মুঠোফোন চার্জে দিয়ে বের হন গোবিন্দ। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেল লাইনের পাশে ধলাটেংগুর এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পান স্বজনরা। 

পরে সেখানে গিয়ে গোবিন্দের লাশ শনাক্ত করেন তারা।

রেলওয়ে পুলিশের টাঙ্গাইল ফাঁড়ির উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এএইচ/