ঢাকা, মঙ্গলবার   ০২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ১৭ ১৪৩২

ইফতারে বানিয়ে ফেলুন রাজলি-ডাজলি

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার

ইফতারে নতুন কিছু খেতে চান? খুব সহজেই বানিয়ে ফেলুন রাজলি-ডাজলি। 

প্রথমে জেনে নিই এটি বানাতে কী কী উপকরণের প্রয়োজন। এ জন্য প্রয়োজন, আনারস, স্ট্রবেরি, আম, নারিকেলের দুধ। 

রাজলি- ডাজলি বানাতে প্রথমে একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিতে হবে। এরপর আনারস, আম, স্ট্রবেরি ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। 

এবারে প্রতিটি ফল এবং নারিকেলের দুধ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলেই রেডি রাজলি-ডাজলি। এরপর শুধু সুদৃশ্য গ্লাসে ঢেলে পরিবেশনের পালা। 

এই প্রিপারেশনটি অন্য মৌসুমি ফল দিয়েও বানিয়ে ফেলতে পারেন। 

এসবি/