ঢাকা, রবিবার   ০৯ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ২৫ ১৪৩১

৯৫ বছরের বৃদ্ধ পিতা খুপড়ি ঘরে, ছেলে দালানে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৫ এএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

সাতক্ষীরার কলারোয়ায় ৯৫ বছরের বৃদ্ধ অচল, কোন কাজ করতে পারেননা। বাড়িতে বসে বসে শুধু খায়। তাই অচল পিতাকে আর দরকার নেই। পাষণ্ড ছেলে বৃদ্ধ পিতাকে বেধড়ক পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

দীর্ঘ এক মাস ধরে অসহায় অচল বৃদ্ধ বাড়ির পাশে নিজের ৬ শতক জমিতে পলিথিন দিয়ে একটি খুপড়ি ঘরে রাত যাপন করে যাচ্ছেন। ভিক্ষাবৃত্তি করে কোন রকমে খাবার জোগাড় করছেন। 

আর ছেলে থাকেন একতলা পাকা বাড়িতে। 

এই ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড গাজনা গ্রামে। 

বৃদ্ধ নুর মোহাম্মাদ জানান, তার পিতার নাম মৃত মান্দার সানা। তিনি বহু কষ্ট করে ছেলে-সন্তানদের মানুষ করেছেন। ৯৫ বছর হওয়ায় বয়েসের ভারে আগের মতো এখন আর চলতেও পারেন না। রোজগার করতে না পারায় প্রতিনিয়ত ছেলের হাতে মার খেতেন তিনি।

এর আগেও কয়েক বার মারপিট করে বাড়ি থেকে তাকে বের করে দেয়া হয়েছিলো। গত মার্চ মাসে বেধড়ক মারপিট করে বুকের উপর উঠে পা দিয়ে আঘাত করা হয়। তাতে মারাত্মক আহত হন তিনি। সুস্থ হতে ৮ হাজার টাকার ওষুধও কিনতে হয়েছে। 

শেষ বয়সে ছেলের হাতে আর মার খেতে যান না তিনি। তাই পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কমনা করেছেন তিনি।

এএইচ/