ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

আফগানিস্তানে হু হু করে বাড়ছে বেকারত্বের হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার

গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরই মধ্য দিয়ে দেশটিতে যে রাজনৈতিক সংকটের সূচনা হয় তাতে ধুঁকছে দেশটির বেসরকারি খাতগুলো।

সম্প্রতি বিশ্বব্যাংক পরিচালিত একটি সমীক্ষার উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম।

খামা প্রেসের বরাতে দ্য প্রিন্ট জানায়- রাজনৈতিক টানাপোড়েনের কারণে কোম্পানিগুলোর বিক্রি উল্লেখযোগ্য হারে কমে যায়। ফলে নিজেদের টিকে থাকার লড়াইয়ে অর্ধেকেরও বেশি কর্মী ছাঁটাই করে বেসরকারি খাতগুলো। এর ফলে দেশটিতে হু হু করে বাড়ছে বেকারত্বের হার, যা নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে।

জরিপ অনুসারে- বেসরকারি খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ব্যবসায়ীরা। তাদের ব্যবসা সঙ্কোচনের হার ৩৮ শতাংশ। এরপরই রয়েছে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো- ৩৫ শতাংশ। তবে মাঝারি ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি তুলনামূলক কিছুটা কম- ২৫ শতাংশ।

সমীক্ষায় আরও দেখা গেছে- আফগান নারীরা পুরুষদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ তাদের মালিকানাধীন ৪২ শতাংশ ব্যবসা-প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রয়েছে। যেখানে পুরুষদের ক্ষেত্রে এ হার মাত্র ২৬ শতাংশ।

এসি