ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

ব্যবসায়ী-শিক্ষার্থী রোষানলে রক্ষা পায়নি অ্যাম্বুলেন্সও (ভিডিও)

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৭ পিএম, ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার

রাজধানীর নিউ মার্কেট এলাকায় সোমবার মধ্যরাত থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা। এই সংঘর্ষের হাত থেকে রেহাই পায়নি একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সও।

মঙ্গলবার দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভাংচুরের শিকার ওই অ্যাম্বুলেন্সের চালক জানান, একজন সাদারণ রোগী নিয়ে যাচ্ছিলেন তিনি।

পথে নিউ মার্কেট এলাকায় হামলা হয়। এ সময় তার অ্যাম্বুলেন্স ভাংচুর করে দুর্বৃত্তরা। এসময় অ্যাম্বুলেন্সে থাকা রোগীর মাথা ফেটে যায় বলেও জানান চালক। 

এদিকে সংঘর্ষের দুই ঘণ্টার বেশি সময় পর ঘটনাস্থলে এসেছে বাড়তি পুলিশ। জলকামান ও কাঁদানে গ্যাস নিয়ে পুলিশের দুই শতাধিক সদস্য উপস্থিত দেখা যায়।

এসবি/