ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

চুয়াডাঙ্গার বঙ্গজ কারখানাকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরিসহ বিভিন্ন অভিযোগে বঙ্গজ লিমিটেডকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ায় বঙ্গজ ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা গেছে, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বঙ্গজের কারখানায় অভিযান চালান হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের প্রমাণ মেলে। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স নবায়ন না থাকা এবং কেমিস্ট ছাড়াই কেমিক্যাল ব্যবহার করার প্রমাণও পাওয়া যায়।

আর এসব অভিযোগ প্রমাণ পাওয়ার ভিত্তিতেই বঙ্গজ ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরে ফ্যাক্টরির ব্যবস্থাপক ফজলুর রহমান জরিমানার অর্থ পরিশোধ করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, “ভোক্তার অভিযোগের ভিত্তিতে বঙ্গজ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই পাউরুটিতে ছত্রাক জমার চিত্র পাওয়া যায়। পরে ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অন্যান্য অভিযোগের প্রমাণ পাওয়া মেলে।”

বিধি মোতাবেক ওই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

আরএমএ/এএইচ/