ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

ঈদযাত্রায় চাপ সামলাতে গণপরিবহনের শেষ প্রস্তুতি (ভিডিও)

প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার | আপডেট: ১১:৫১ এএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার

পুরাতনকে নতুন রূপ দিতে ব্যস্ত গণপরিবহন মালিকরা। ঈদ উপলক্ষে বাস-লঞ্চে লাগানো হচ্ছে রং। মেরামত করা হচ্ছে ট্রেনের বগি।

যাত্রী কল্যাণ সমিতির হিসাব বলছে এ বারের ঈদে ঢাকা ছাড়বে দেড় কোটিরও বেশি মানুষ। আর এই চাপ সামাল দিয়ে প্রস্ততি চলছে বাড়তি যানবাহন নামানোর।

রাজধানীর ওয়ার্কসপগুলোতে এ ব্যস্ততা তারই প্রমাণ। পুরানো কিংবা রং চটা বাসে চড়ানো হচ্ছে নতুন রং।  পুরনো ইঞ্জিন আর চেসিসের উপর বসানো হচ্ছে নতুন বডি।

ওয়ার্কসপ মালিকরা জানান, “চাঁনরাতের আগেই এসব গাড়ি ডেলিভারি দিতে হবে তাই কাজের চাপ বেড়েছে। দু’বছর পর এখন কিছু আসছে। নতুন গাড়ির কাজ কম কিন্তু পুরান গাড়ির কাজ বেশি পাচ্ছি। ২৭ রমজানের আগেই এগুলো বের হয়ে যাবে।”

কেরানীগঞ্জসহ আশপাশের ডক ইয়ার্ডেগুলোতেও ব্যস্ততা। লঞ্চের ত্রুটিগুলো মেরামতসহ পড়ছে রঙের প্রলেপ। 

ইয়ার্ড মালিকরা জানান, “ঈদ উপলক্ষে কাজ বেড়েছে। রং ও মেরামতের কাজই বেশি।”

ঈদে বাড়তি যাত্রী সামলাতে প্রতিটি ট্রেনেই থাকছে অতিরিক্ত বগি। কমলাপুরে প্রতিটি ইঞ্জিন পরীক্ষা করে দেখা হচ্ছে। 

ঈদযাত্রায় লক্করঝক্কর যানবাহনে জীবন যেন হুমকিতে না পড়ে সে চাওয়া সকলের।

এএইচ/