ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

‘রাস্তায় ঘুরে বেড়ালেও কেউ চিনত না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭ এএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার

জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় নায়িকা। একের পর এক বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে নিজেকে বার বার ভাঙতে পছন্দ করেন। আবারও একই পথে হাঁটলেন তিনি। 

বেশ কিছুদিন ধরে খবরটি ঘুরপাক খাচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। তার নতুন সিনেমা বিষয়ে মুখ খুললেন জয়া। 

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেঁস্তোরায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে বসেন জয়া ও সিনেমা সংশ্লিষ্টরা। সেখানেই জানা যায় তার নতুন সিনেমার নাম ‘ফেরেশতে’। ইরানি ধাঁচে নির্মিত হচ্ছে এটি। শুটিং থেকে শুরু করে সবকিছুতেই রয়েছে ইরানি সিনেমার প্রভাব।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয়া। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার এই সিনেমায় আছেন বাংলাদেশের আরও পরিচিত কয়েক অভিনেতা।

সুবিধাবঞ্চিত একটি পরিবারের গল্প উঠে আসবে সিনেমায়। নেতিবাচক নয়, ইতিবাচকভাবেই গল্পে বিষয়টি তুলে ধরা হবে।

জয়া বলেন, “শুটিংয়ের পুরো সময় মেকআপ নিয়ে থাকতাম। আমার চরিত্রটি একেবারে সাদামাটা। বস্তির সাধারণ মানুষের মতো। এতে করে একটা সুবিধা হতো, রাস্তায় অন্যদের সামনে ঘুরে বেড়ালেও কেউ আমাকে চিনতে পারত না।”

জয়া আরও বলেন, “ইরানি সিনেমার কদর বিশ্ব দরবারে কেমন, সেটা আপনারা সবাই জানেন। আশা করছি, এ সিনেমা আমার জীবনে বিশেষ হয়ে থাকবে। এটি আমার প্রোফাইলে কিছু অ্যাড করার মতো কাজ হবে।”
আরএমএ/ এসএ/