৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার | আপডেট: ০২:১৭ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার

কোভিড ঝুঁকির কারণে সৌদি সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী এবারে ৬৫ বছরের বেশি বয়সীরা হজের সুযোগ পাবেন না। যে কারণে নিবন্ধন করা থাকলেও এবারে বাংরাদেশ থেকে হজে যেতে পারছেন না ৬৫ বছরের বেশি বয়সীরা।
সোমবার সচিবালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, "ইন্টারন্যাশনালি বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না।"
ওই আলোচনা সভায় মন্ত্রী জানান, অন্যবার হজের সব কাজ শেষ করতে যেখানে তিন থেকে চার মাস সময় পাওয়া যেত, এবার হাতে মাত্র ৩৪ দিন সময় আছে। এর মধ্যেই সব কাজ শেষ করতে হবে।
কোভিড মহামারীর কারণে দুই বছর বন্ধ রাখার পর বিদেশিদের জন্য এবার হজের দুয়ার খুলছে। বাংলাদেশ থেকে এ বছর মোট ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।
বাংলাদেশ থেকে কত মানুষ এবার হজ করবেন, সেটা ঠিক হলেও বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি।
২০২০ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা ঠিক করেছিল সৌদি আরব। কিন্তু মহামারী ছড়িয়ে পড়ায় সেবার বিদেশ থেকে কারও আর হজে যাওয়ার সুযোগ হয়নি। পরের বছর একই পরিস্থিতি থাকে।
সৌদি সরকার জানিয়েছে, যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজ পালন করতে পারবেন। তবে অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। তাছাড়া যাওয়ার সময় কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে।
এসবি/