ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

হিলি বন্দরে কেজিতে ৪ টাকা কমল পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দেশের বাজারে বাড়তি চাহিদাকে মাথায় রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। বুধবার একদিনেই বন্দর দিয়ে ৪৭টি ট্রাকে ১ হাজার ২৬৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৩ থেকে ৪ টাকা করে।

দাম কমায় স্বস্তি ফিরেছে নিন্মআয়ের মানুষ ও পাইকারদের মাঝে।

বন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ একদিন আগেও ২১-২২ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৭-১৮ টাকায় নেমেছে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ পুর্বে ২৪-২৫ টাকা বিক্রি হলেও বর্তমানে ২২ টাকা বিক্রি হচ্ছে।

পাইকার লুৎফর রহমান বলেন, বন্দর দিয়ে পুর্বে ৩-৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছিল এতে করে পেঁয়াজের দামটা বেশি ছিল। এছাড়াও দেশীয় পেঁয়াজের দাম একই রকম থাকায় মোকামে ভারতীয় পেঁয়াজের খুব একটা চাহিদা ছিলোনা। তবে পেঁয়াজের আমদানি বাড়ায় দাম খানিকটা কমেছে।

পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর সময়ে দেশে পেঁয়াজের একটা বাড়তি চাহিদা থাকে। সেই সাথে মে দিবস, সাপ্তাহিক সরকারি ছুটি ও পবিত্র ঈদুল ফিতুর উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। এই সময়ে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। 

এছাড়াও পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (আইপি) এর মেয়াদ শেষ হয়ে যাবে আগামী ৫ মে। এই কারণে যাদের আইপি রয়েছে তারা এই সময়ের মধ্যে পেঁয়াজ আমদানির ফলে দেশের বাজারে সররবাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, হিলি স্থলবন্দর দিয়ে বেশ কিছুদিন ধরে পেঁয়াজের আমদানি কমতির দিকে ছিল। বুধবার বন্দর দিয়ে একদিনেই ৪৭টি ট্রাকে ১ হাজার ২৬৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে আমদানি অব্যাহত রয়েছে।

আরএমএ/এএইচ