ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

একুশে টেলিভিশনের বিপণন বিভাগের প্রধানকে বিদায় সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩০ পিএম, ৪ মে ২০২২ বুধবার

একুশে টেলিভিশনের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান আলমগীর কবিরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানের বোর্ড রুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। 

আলমগীর কবির ২০২০ সাল থেকে একুশে টেলিভিশনে কর্মরত ছিলেন। তার পরিবার বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করছে।  

বিদায় সংবর্ধনায় একুশে টেলিভিশনের পক্ষ থেকে তার হাতে ফুলের তোড়া, ক্রেস্ট এবং উপহার তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পীযূষ বন্দ্যোপাধ্যায়। 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় একুশে টেলিভিশনে আলমগীর কবিরের অবদানের কথা স্মরণ করার পাশাপাশি তার পরিবারের জন্য শুভ কামনাও জানান। 

এসময় আলমগীর কবির একুশে টেলিভিশনে তার দায়িত্বপালনকালে আন্তরিক সহযোগিতা দেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।  

একুশে টেলিভিশনের হেড অব নিউজ রাশেদ চৌধুরী, চিফ প্ল্যানিং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর বিপ্লব কুমার পাল, সিএনই ড. অখিল পোদ্দার, অনুষ্ঠান প্রধান পঙ্কজ বণিক, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মেজর (অব.) নাসিম হোসেন, চিফ ফ্যাইন্যান্স অফিসার সাত্বিক আহমেদ শাহ, হেড অফ বিওআইটি সুজন দেবনাথসহ বিভিন্ন বিভাগের প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মেজর (অব.) নাসিম হোসেন।

এএইচএস/এসি