ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বাসের চাপায় কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৬ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়ায় জেনিন পরিবহনের বাসের চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ উল্লাহ (১৫) আজগড়া গ্রামের রফিকুল্লাহ হোসেনের ছেলে।

বেলকুচি থানার ওসি তদন্ত আসলাম হোসেন জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে এনায়েতপুরগামী দ্রুতগামী যাত্রীবাহী বাসটি এনায়েতপুর-সয়দাবাদ সড়কের আজুগড়ায় রাস্তা দিয়ে চলার পথে মোহাম্মদ উল্লাহকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

পুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এএইচ/