ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩১

গাজীপুরে নানা আয়োজনে ঈদ উদযাপিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬ এএম, ৩ মে ২০২২ মঙ্গলবার

ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। সকাল ৮টায় গাজীপুরের রাজবাড়ি মাঠের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোফতি মাওলানা মো. কামরুল ইসলাম নোমানী। 

প্রধান ঈদ জামাতে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর সিটি করর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, জিএমপির উপ পুলিশ কমিশরার জাকির হাসানসহ জেলার উর্ধ্বতন সরকারী কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবিরা অংশ নেন।
আরএমএ/