ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

উগান্ডায় বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৮:৫১ এএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার

পশ্চিম উগান্ডায় একটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটিরপুলিশ প্রশাসন। নিহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে বলেও জানা গেছে।

বুধবার দুর্ঘটনাটি ঘটে যখন ফোর্ট পোর্টাল থেকে উগান্ডার রাজধানী কাম্পালার দিকে যাতায়াতকারী বাসটি একটি মহাসড়ক থেকে পাশের একটি চা বাগানের মধ্যে গিয়ে ছিটকে পড়ে।

ফোর্ট পোর্টাল থেকে দুই কিলোমিটার দূরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

তবে ঠিক কী কারণে বাসটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এবং তাতে দেখা যায়, জরুরি সেবাদানকারী বাহিনীর সদস্যরা বিধ্বস্ত বাসটির ভিতর থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/