ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪৬ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ দিনের ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারো পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়। তবে ঈদের ছুটিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে গত ২ মে থেকে ৪ মে পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে।
কেআই//